কলকাতা ব্যুরোঃ বিভিন্ন টোল প্লাজায় টাকা দেওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় গাড়িকে। অনেক সময় টোল প্লাজায় দাঁড়ানোর জন্য যানজটও তৈরি হয়। টোল প্লাজার এই সমস্যা সমাধান করার জন্য কেন্দ্র আগেই ফাস্ট্যাগ লাগানোর কথা বলেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি জানিয়ে দিলেন, ২০২১- এর ১ জানুয়ারি থেকে সব গাড়িতে ফাস্ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক।

গড়করি এদিন বলেন, নতুন বছরের প্রথম দিন থেকেই দেশের সব যানবাহনের জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হচ্ছে। ফাস্ট্যাগ থাকায় টোল প্লাজায় টাকা দেওয়ার জন্য আর কোনও গাড়িকে দাঁড়াতে হবে না। এতে সময় এবং জ্বালানি দুই-ই সাশ্রয় হবে। গড়করির দাবি, গাড়িচালকদের যাতে সময় নষ্ট না হয় অর্থাৎ তাঁদের সুবিধার জন্যই ফাস্ট্যাগ ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে।

উল্লেখ্য, ফাস্ট্যাগ হল বৈদ্যুতিন টোল সংগ্রহের ব্যবস্থা। যা নিয়ন্ত্রণ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। গাড়ির উইন্ড স্ক্রিনের সামনে লাগানো থাকবে এই ফাস্ট্যাগ। টোল প্লাজায় টোল সংগ্রহের জন্য ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি অর্থাৎ কোনও গাড়ি টোল প্লাজার মধ্য দিয়ে গেলে গাড়ি চালকদের আর দাঁড়াতে হবে না। আলাদা করে দিতে হবে না কোনও টাকা। কোনও গাড়ি যখন টোল প্লাজার মধ্য দিয়ে যাবে তখন প্রিপেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবেই টাকা কেটে নেওয়া হবে।

ফাস্ট্যাগের জন্য কেন্দ্রীয় সরকার ২২টি ব্যাঙ্ককে অনুমতি দিয়েছে। সরকারি ও বেসরকারি ২২টি ব্যাঙ্ক ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম থেকেও ফাস্টাগ কেনা যাবে।ফাস্ট্যাগ কিনতে এককালীন দিতে হবে ২০০ টাকা। রেজিস্ট্রেশন শেষ করার পর প্রয়োজন অনুযায়ী ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে। পেটিএম, ফোন পে এবং গুগল পের মাধ্যমে রিচার্জ করা যাবে ফাস্ট্যাগ। এছাড়াও যে কেউ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনইএফটি, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রিপেড ওয়ালেটের মাধ্যমেও ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন।

Share.
Leave A Reply

Exit mobile version