%%title%%

এক নজরে

NIRF 2021: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চার নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়

By admin

September 10, 2021

কলকাতা ব্যুরো: দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির প্রথম দশের মধ্যে আবারও জায়গা করে নিল পশ্চিমবঙ্গ। চতুর্থ স্থানে নাম রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে অষ্টম স্থানে। সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।

বৃহস্পতিবার ঘোষণা করা হয় ন্যাশনাল ইন্ডিয়ান র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২১-এর তালিকা। এদিন একটি ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বছরের এনআইআরএফ তালিকা প্রকাশ করেন। ২০২০ সালের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকলেও, এবারের তালিকায় যাদবপুরকে পেছনে ফেলে এগিয়ে গেলো কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম অর্থাৎ র‍্যাঙ্ক অনুসারে রাজ্যের সবক’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

এই শিরোপা পাওয়ায় যারপরণাই খুশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেকোনও সাফল্যই তো এগিয়ে চলার পথে প্রেরণা দেয়। এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় এনআইআরএফ-এর র‍্যাঙ্কিং -এ সারা ভারতের মধ্যে চতুর্থ এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এর জন্য আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবাই খুবই অনুপ্রাণিত। আমরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে মাথায় রেখে এগিয়ে চলার পথে সচেষ্ট থাকি।

প্রসঙ্গত, এই প্রথমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এনআইআরএফ তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান অধিকার করলো। গতবারের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল সপ্তমে আর যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল পঞ্চম স্থানে। তবে এখানেই শেষ নয়, এবছরও এনআইআরএফ-এর তালিকায় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে আবারও তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্রথম স্থানে রয়েছে আমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট।

এ ছাড়াও এনআইআরএফ ২০২১-এর সার্বিক র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে এ রাজ্যেরই আইআইটি খড়গপুর। সার্বিক তালিকায় এই নিয়ে তিনবার সবার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ।