কলকাতা ব্যুরো: আইপিএল চলছে, আর কলকাতায় তা নিয়ে জুয়া হবে না, তা কি হয়! পুলিশ ছিল তক্কে তক্কে। সূত্রের খবর পেয়েই লালবাজারের বেশ কয়েকটি দল ভাগ হয় তল্লাশি চালালো শহর এবং শহরতলীর বেশ কিছু এলাকায়। রাত পর্যন্ত ন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। চারটি অভিযোগের ভিত্তিতে হেয়ার স্টিক, বট তলা, পার্কস্ট্রিট এবং যাদবপুর থানা এলাকায় এই তল্লাশির পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভে হানা দেয় পুলিশ।মোট সতেরোটি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, তিনটি টেলিভিশন, একটি চারচাকা গাড়ি এবং দেড় লক্ষ টাকা ক্যাশ বাজেয়াপ্ত করেছে পুলিশ. ধৃতদের সবাইকে শুক্রবার আদালতে পাঠানো হবে। তবে এই জুয়ার আর পিছনে বড় কোন মাথা আছে কিনা তার সন্ধান চালাচ্ছে লালবাজার।