কলকাতা ব্যুরো: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ স্মরণীয় করে রাখলেন ভারতের নিখাত জারিন। ৫২ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন তিনি। মেরি কম, সরিতা দেবি, জেনি আর এল এবং লেখা কেসি-র পর পঞ্চম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তেলেঙ্গানা ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার নিখাত।
অভিষেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন নিখাত। তেলেঙ্গানার মেয়ে তিনি। ব্রাজিলের মহিলা বক্সারকে উড়িয়ে ফাইনালে উঠেছিলেন ২৫ বছরের ভারতীয় কন্যা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের জিটপং জুটামাস। চূড়ান্ত লড়াইয়ে নিখাতের সামনে দাঁড়াতেই পারেননি তাঁর প্রতিপক্ষ। ৫-০ ফলে জেতেন নিখাত।
শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নিখাত। টেকনিক্যালি তিনি যে অনেকটাই এগিয়ে প্রতিপক্ষের থেকে তা বারংবার প্রমাণ করেন রিংয়ে। খুবই দ্রুতগামী বক্সার তিনি। রিংয়ের ভিতরে তাঁর গতি, ঘুসি বিচারকদের তাক লাগিয়ে দেয়। ২০১৮ সালে মেরি কম বিশ্ব বক্সিং থেকে সোনা জিতেছিলেন শেষ বার। তাঁর পরে নিখাত জারিন তুরস্ক থেকে আনলেন সোনা।
জুটামাসকে আগেও হারিয়েছিলেন নিখাত। ২০১৯ সালের থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে জুটামাসকে হারিয়েছিলেন নিখাত। বিশ্ব বক্সিংয়ের ফাইনালে অবশ্য জুটামাস ফিরে আসার মরিয়া একটা চেষ্টা করেছিলেন। প্রতিআক্রমণের উপরে নির্ভর করেছিলেন জুটামাস। কিন্তু নিখাত যে তাঁর থেকেও টেকনিক্যালি এগিয়ে, তার প্রমাণ হয়ে যায় ফাইনালে। তিনি জেতার পর অভিনন্দন বার্তায় ভেসে যান।