এক নজরে

১৪ অক্টোবর ফির নিট পরীক্ষার অনুমতি

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: এবছর ১৩ সেপ্টেম্বর যারা করোনা পরিস্থিতিতে নিট পরীক্ষায় বসতে পারেননি, তাদের জন্য ১৪ অক্টোবর পৃথকভাবে পরীক্ষার ব্যবস্থা করেছে কেন্দ্র। এ ব্যাপারে সোমবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় অনুমতি দেওয়ার জন্য। প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ সে অনুমতি দিয়ে দেয়। ১৬ অক্টোবর ওই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

যদিও এর আগে কোভিড পরিস্থিতিতে নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য একগুচ্ছ আবেদন নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত সব মামলাই খারিজ করে দেয়।