শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগমৈনাক শর্মা8759689108 ( Call and WhatsApp)
ইন্ডিয়া ভিক্স, যা ভয়ের সূচক নামে পরিচিত এবং বাজারে প্রত্যাশিত অস্থিরতা পরিমাপ করে, শুক্রবার তা 16.4 শতাংশ কমে 26.74-এ নেমে এসেছে। আজ ৩০০ পয়েন্ট উপড় যায় Sgx Nifty । নিফটি মিডক্যাপ ১০০ ও স্মল ক্যাপে ১০০ যথাক্রমে ৪.২ শতাংশ ও ৪.৮ শতাংশ উপড় ওঠে। অর্থাৎ আবারও ছন্দে ফিরছে নিফটি ও sensex।
পরের সপ্তাহে কোনদিকে যেতে পারে সূচক ?
অনেক উপর দিয়েই দিনের শুরু করে নিফটি ( ১৬৫১৬) । তার পর সারা সেশন ১৬৭৪৯ থেকে ১৬৪৭৮ এর মধ্যে ই উচ্চতর ছিল বাজারের সূচক। পরের সপ্তাহে শুরুর দিকে NIFTY যদি ১৬৪৭৮ এর ঘর ধরে রাখতে সক্ষম হয় তবে ১৬৮০০ র দিকে এগোতে পারে নিফটি। অন্যদিকে যোদি ১৬৪৭৮ এর জোনে ধরে রাখতে না পারলে সেক্ষেত্রে নামতে পারে ১৬২০০ র ঘরে।
তাই আপাতত বুলিশ ভাবাপন্ন থাকলেও ফিউচার অপশনের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে পরের দিন গুলোতে। তবে এই ধ্বসে লম্বা বিনিয়োগের জন্য নজরে থাকবে Happyest Mind , ব্যাঙ্কিং দৈত্য এস বি আই , রেলাইন্স ডি মার্ট , cipla Dr raddy র মতোন মৌলিক ভাবে মজবুত কোম্পানির স্টক গুলী।