এক নজরে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এবার এনআইএ!

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ জঙ্গী এবং জাল নোটের পাশাপাশি আগামী দিনে মাদকচক্র তদন্ত করবে কিনা তা নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেল।মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ শুল্ক দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, রাজ্যের সঙ্গে কথা বলে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে এনআইএর তদন্তকারী হিসেবে ক্ষমতা দেওয়া হবে তার কর্তব্য করার জন্য। নারকটিকস ড্রাগ এন্ড সাইকোথেরাপি সাবস্টেন্স অ্যাক্ট ১৯৮৫ অর্থাৎ এন ডিপিএস আইনের ৫৩ নম্বর ধারা অনুযায়ী, এখন থেকে এই ধরনের মামলায় যুক্ত হতে পারবে এন আই এ।এই বিজ্ঞপ্তি জারির পরেই জল্পনা শুরু হয়েছে, এবার কি তাহলে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে মাদকচক্রের তদন্তের দায়িত্ব নেবে এনআইএ। যদিও এ ব্যাপারে এখনো কোনো সরকারি আধিকারিক মুখ খোলেননি। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের ইঙ্গিত অনুযায়ী, নারকটিকস কন্ট্রোল ব্যুরোর সঙ্গে আগামী দিনে সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যে মাদকের তদন্তে নামতে পারে এনআইএ।সে ক্ষেত্রে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলায় চারটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে কাজে নামতে পারে। বর্তমানে সুশান্ত সিং মৃত্যু তদন্তে ইডি, সিবিআই এবং এনসিবি কর্মরত রয়েছে।