এক নজরে

আবার মুর্শিদাবাদ থেকে আল-কায়েদা সন্দেহে এনআইএর জালে একজন

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: আবার আল-কায়েদা জঙ্গি অভিযোগে গ্রেপ্তার রাজ্য থেকে। সোমবার মুর্শিদাবাদ থেকে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এন আই এ। মুর্শিদাবাদের রাণীনগর থেকে ধৃত আব্দুল মোমিন মন্ডল আল কায়দার গুরুত্ব পূর্ণ সদস্য বলে দাবি তদন্তকারী দের। ইতিমধ্যে তাকে কিছুটা জেরা করে আব্দুলের আল-কায়েদা যোগের কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।

এর আগে মুর্শিদাবাদ এবং কেরল থেকে আল-কায়েদা জঙ্গী’ অভিযোগে মোট ন জনকে গ্রেপ্তার করেছিল এন আই এ। এদিন সেই সূত্রেই আব্দুল গ্রেপ্তার হল বলে এনআইএ সূত্রের খবর। তবে ঠিক কি অভিযোগে তাকে গ্রেফতার করা হলো সে ব্যাপারে এখনো মুখ খোলেননি তদন্তকারী সংস্থা। এর আগে ধৃত ন’জনকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে অন্য আরেকটি জায়গা থেকে ধৃত কয়েকজন আল-কায়েদা জঙ্গী’র সঙ্গে বসিয়ে ও জেরা করা হয়েছে মুর্শিদাবাদ থেকে ধৃতদের। মূলত আল কায়েদার লোকাল মডিউল হিসেবে এরা কাজ করতো বলে দাবি তদন্তকারী সংস্থার।

এন আই এর দিল্লির বিশেষ দলটি আজই ধৃতকে আদালতে তুলবে। মঙ্গলবার তাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।