এক নজরে

দেশ জুড়ে তল্লাশি, এনআইএ -র জালে ৯ জঙ্গি

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: পশ্চিমবঙ্গ ও কেরালায় তল্লাশি চালিয়ে ৯ জন জঙ্গিকে গ্রেপ্তার করলোএনআইএ। মালদহ এবং মুর্শিদাবাদে একযোগে অভিযান চালানো হয়। অভিযান চলে কেরালাতেও। ধৃতদের সঙ্গে আল কায়দায় যোগাযোগের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, কয়েকটি মোবাইল, কিছু নকশাও মিলেছে। কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।