এক নজরে

সফল হলে কোভিড আবহে ভোটে বিহারই নির্বাচন কমিশনের মডেল

By admin

October 28, 2020

কলকাতা ব্যুরো: কোভিড পরিস্থিতিতে আজ থেকেই শুরু হয়েছে বিহার বিধানসভার ভোট। তিন দফায় মোট ২৪৩ আসনে ভোট নেওয়া হবে। যা সুষ্ঠুভাবে পরিচালনা করাই নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।এই পরিস্থিতিতে বিহার ভোট পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ করেছে কমিশন। ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে এক ঘন্টা। আজ ৭১ টি বিধানসভার আসনে ভোট গ্রহণ পর্ব চলবে সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত।ভিড় এড়াতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যাও। আগে একটি বুথে ১৫০০ করে ভোটার ভোট দিতেন। এবার এক একটি বুথে ভোট দেবেন ১০০০ জন। প্রতিটি বুথেই থাকছে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা। থাকছে হ্যান্ড সানিটাইজার।কোনো ব্যক্তির দেহে করোনার উপসর্গ থাকলে তাদের আইসলেশনে শেষ এক ঘন্টায় ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। বয়স্ক মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। তাদের ভোট গ্রহণ কেন্দ্রে আসতে হবে না। ভোটকর্মীরাই তাদের ভোট গ্রহণের ব্যবস্থা করবেন।এদিনের ভোটে ভাগ্য নির্ধারিত হবে নীতিশ কুমার মান্ত্রীসভার ছয় সদস্যের। এদিন ভোট চলাকালীনই ঔরঙ্গবাদ থেকে উদ্ধার হয় জোড়া আইইডি। সেগুলিকে নিস্ক্রিয় করে সিয়ারপিএফ জওয়ানরা।বিহার নির্বাচন উপলক্ষ্যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড আবহে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনেই গণতন্ত্রের উৎসবে সামিল হতে বিহারবাসীর কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিহার নির্বাচন উপলক্ষে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।সামনের বছরেই বাংলা, অসম এবং কেরালা বিধানসভার নির্বাচন। তার আগে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তা এখনো অজানা। তাই প্রচার থেকে মনোনয়ন দাখিল কিংবা ভোট গ্রহণের ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যে যে ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন, শেষ পর্যন্ত তা কতখানি কার্যকর হয় এখন সেদিকেই নজর নির্বাচন কমিশনের। সাফল্য মিললে নিউ নরমাল পরিস্থিতিতে পরের ভোটগুলির ক্ষেত্রেও বিহার মডেলের ওপরই আস্থা রাখতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন।