কলকাতা ব্যুরো: উত্তরাখণ্ডের জিম কর্বেট টাইগার রিজার্ভ আগামী দিনে যাওয়া পর্যটকদের জন্য সুখবর দিল সে রাজ্যের বন বিভাগ। জিম কর্বেট টাইগার রিজার্ভ এখন থেকে নতুন আরও জোন চালু করা হচ্ছে। ফলে আগামী নভেম্বর মাস থেকে পর্যটকরা আরো নতুন জোন গিয়ে বাঘ দেখার সুযোগ পেতে পারেন।প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সকালে ৩০ এবং বিকেলে ৩০ টি এস ইউ ভি তে পর্যটকরা সাফারি করতে পারবেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ট্রিভেন্দ্র সিং রাওয়াত বৃহস্পতিবার সেখানে বেশকিছু প্রকল্পের উদ্বোধন করে নতুন জোন বাড়ানোর কথা ঘোষণা করেন। জিম কর্বেট টাইগার রিজার্ভ এর ডিরেক্টর জানিয়েছেন, বিজরানি, রিংগরা চৌহার বিট, আমদান্দা এবং গরি জ্যায়ী, সর্পাদুলি নিয়ে নতুন জোন তৈরি করা হয়েছে।বর্তমানে টাইগার রিজার্ভ বিজরানি, ধিকালা, ঢেলা দুর্গাদেবী, ঝির্না, পাখ্রো এবং সোনানন্ধি জোন এ সাফারিতে যেতে পারতেন পর্যটকরা। নতুন হিসেবে গাড়ি জিয়া জোন যুক্ত করা হলো। টাইগার রিজার্ভ এর জায়গা যেমন বাড়লো, তেমন পর্যটকদের আরও বেশি খোলামেলা জায়গায় সাফারি করার সুযোগ মিলবে আগামীতে।