এক নজরে

শীতের নয়া রেকর্ড গড়ল দিল্লি

By admin

January 01, 2021

কলকাতা ব্যুরো: শীতের নয়া রেকর্ড গড়ল দিল্লি। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।  এর আগে ২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ০.২ ডিগ্রিতে। গত বছর জানুয়ারিতে দিল্লির সবথেকে কম তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি।  আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা দিল্লি। দৃশ্যমানতা নেমে যায় ‘শূন্যে’।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকবে দিল্লি। সর্বনিম্ন তাপমাত্রা কিছুদিনের মধ্যে ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।