কলকাতা ব্যুরো : পেনিজেলভিয়াই হার জিতের ফয়সালা করে দিলো। একেবারে শেষ পর্যায়ে পেনসিলভানিয়া নিয়ে দড়ি টানাটানি চলছিল ট্রাম্প আর বাইডেনের। কিন্তু পেনসিলভানিয়া শেষ মুহূর্তে ট্রাম্পকে হারিয়ে দিল। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন।
দ্বিতীয় বার আর আমেরিকার সিংহাসনে বসা হল না ট্রাম্পের। আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকেই বেছে নিলেন আমেরিকাবাসী। ২৫৩ ইলেক্টোরাল ভোট নিয়ে এদিন শুরু থেকেই এগিয়ে ছিলেন জো বাইডেন। ট্রাম্পের পক্ষে ছিল ২১৪। জর্জিয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়ার পর আশায় বুক বাঁধছিলেন ট্রাম্প সমর্থকেরা। সে গুড়ে বালি। ডেমোক্রেটদের গড় হিসেবে পরিচিত পেনসিলভানিয়া ফারাক গড়ে দিল। সে দিকেই তাকিয়ে ছিলেন বাইডেন আর ডেমোক্র্যাটরা। বাইডেনের এবং তার সমর্থকরা একথা বিলক্ষণ জানতেন সেখানে কুড়িটি ইলেক্টোরাল ভোট জিতে নিলে আর কিছু করার থাকবে না ট্রাম্পের। শেষমেষ পেনসিলভানিয়াই বাইডেনকে জয় এনে দিল। একইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।