কলকাতা ব্যুরো : চাকরি প্রার্থীদের জন্য সুখবর প্রচুর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে আর্মি পাবলিক স্কুল। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। মোট কতজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে সে বিষয়ে কোন নিশ্চিত ভাবে বলা না গেলেও হিসেব বলছে সারাদেশে ছড়ানো ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলের জন্য মোটামুটি চার হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে।শিক্ষক বাছাই এর ইন্টারভিউ বা দক্ষতা মূল্যায়নের নির্দিষ্ট সময়ে ই শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রতিটি স্কুল ধরে ধরে প্রকৃত শূন্যপদ ঘোষণা করবে। উল্লেখযোগ্য শেষ দু বছর বিভিন্ন বিভাগে ২৩১৫ এবং ২১৬৯ জনকে নিয়োগ করেছে আর্মি পাবলিক স্কুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ট্রেন্ড টিচার, ট্রেন গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার এই তিনটি পদে আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার পদে আবেদনের জন্য স্নাতক পাস করতে হবে সঙ্গে থাকতে হবে বিএড ও ন্যূনতম ৫০ শতাংশ নম্বর।
পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে যে বিষয়ে পড়াবেন তাতে ৫০% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে সঙ্গে থাকতে হবে বি এডেও ন্যূনতম 50 শতাংশ নম্বর।
প্রাইমারি টিচার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাস করতে হবে সঙ্গে থাকতে হবে বি এড ডিগ্রি অথবা দুই বছরের ডিপ্লোমা।