এক নজরে

রেলের নতুন রেক

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: আপাতত করোনা মিটে গেলেও এর যে সুদুরপ্রসারি প্রভাব থাকতে পারে তার আঁচ করছেন বিজ্ঞানীরা। আর সেই ভাবনা থেকেই ভারতীয় রেল করোনা পরবর্তী সময়ে লোকাল ট্রেনে যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে বিজ্ঞানসম্মত ভাবে ট্রেনের কামরা তৈরি করছে।আগামী দিনে বিভিন্ন শহর ও শহরতলীর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এমন ট্রেনই চালাতে চায় রেল। যেখানে ঘেঁষাঘেঁষি করে তিনজনের আসনে চারজন বসার সুযোগ আর তেমন পাবেন না। পাশাপাশি জানলা এবং দরজাও এমনভাবে করা হচ্ছে যেখানে ভিতর হাওয়া ঢুকবে বেশি। একইসঙ্গে দুই আসনের মাঝে যথেষ্ট জায়গা থাকবে।যদিও নিত্যযাত্রীদের মধ্যেও এ দেখে হাসাহাসি শুরু হয়েছে। তাদের কথায়, ট্রেন যখন স্বাভাবিক ভাবে চলবে তখন রেলের সেই সমস্ত কর্তারা এসে একবার শিয়ালদা থেকে বনগাঁ লোকাল দেখলে মালুম পাবেন, এখানে আদবে বিজ্ঞানসম্মত ভাবনায় যা করা হলো তার সুযোগ নিতে ভিড় আরও বেড়ে যাবে কামরার গলিতে।