কলকাতা ব্যুরো: সোমবার থেকে ১১০ টি করে ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। সকাল আট টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দিনের ব্যস্ত সময়ে ১০ মিনিটের ব্যবধানে এই ট্রেন চলবে।রবিবার এক বিবৃতি দিয়ে কর্তৃপক্ষ মেট্রো রেলের টাইম টেবিল ঘোষণা করেছে। সেখানে জানানো হয়েছে, সোমবার থেকে শনিবার আপাতত এই সার্ভিস পাওয়া যাবে। কিন্তু রবিবার মেট্রো চলবে না। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এখন স্মার্ট কার্ড ব্যবহারকারী যাত্রীরাই মেট্রোয় ওঠার সুযোগ পাবেন।