এক নজরে

কাজে ফাঁকিতে এবার চাকরি যাবে সরকারি কর্মীদের

By admin

August 30, 2020

কলকাতা ব্যুরো: কাজে ফাঁকি প্রমাণিত হলেই এবার চাকরি যাবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তাদেরকে অবসর গ্রহণ করতে হবে। একইসঙ্গে চাকরিতে ৩০ বছর মেয়াদ পেরিয়েছে যাদের, তাদের কর্মদক্ষতাও খতিয়ে দেখা হবে। রবিবার রাতে এই ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সেই ঘোষণায় বলা হয়েছে, সরকারি বেতনভূক কর্মীদের দক্ষতা যাচাই করা হবে মৌলির বিধি ৫৬ র আই এবং জে ধারায়। এছাড়াও সেন্ট্রাল সিভিল রুল (১৯৭২)র ৪৮ (১) ধারায়।কেন্দ্রই হোক বা রাজ্য, সরকারি অফিসের কর্মদক্ষতা নিয়ে সাধারণ কানুষের প্রশ্ন বহুদিনের। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের পক্ষে মোটেই সুখকর নয়। তাদের আশঙ্কা, এই অছিলায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।