এক নজরে

ফাঁকা বাড়িতে মদ খেয়ে ইটের আঘাত, মৃত

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় নিউ আলিপুরের একটি ভাঙাচোরা বাড়ির ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বিপুল দত্ত নামে ওই যুবক চেতলা রোড এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে রিকশাচালক বিপুল বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। আজ সকালে পরিবারের লোক নিউ আলিপুর থানায় অভিযোগ জানায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তার মোবাইল ফোনটি একটিভ রয়েছে এবং সেটি বৃহস্পতিবার রাত থেকেই একই জায়গায় টাওয়ার লোকেশন স্থির হয়ে রয়েছে। এর পরেই পুলিশ তদন্তে নেমে। পুলিশ তদন্তে গিয়ে একটি জরাজীর্ণ বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় বিপুলের দেহ উদ্ধার করে।

এই ঘটনায় পুলিশ অর বাড়ির কেয়ারটেকার স্থানীয় এক যুবককে আটক করে। তাকে জিজ্ঞেসবাদ করলে অরুণ দাস নামে সেই যুবক স্বীকার করেন আগের দিন রাতে তারা দুজনে ওই বাড়িতে বসে মদ্যপান করে। সেইসময় দুজনের কথা কাটাকাটি হয়। এরইমধ্যে একটি থান ইট তুলে বিপুলকে মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে সেখানেই পরে গেলে সে গা ঢাকা দেইয়। ওই যুবক ওই বাড়ির কেঁয়ারটেকার।