কলকাতা ব্যুরো: নির্বাচনের মুখে দ্বিতীয়বারের জন্য কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্ব নিলেন সৌমেন মিত্র। এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্য সরকার তাকে কমিশনার পদে নিয়োগ করলো। এতদিনের পুলিশ কমিশনার অনুজ শর্মাকে এডিজি সিআইডি বদলি করা হলো। এর আগে ২০১৬ সালে নির্বাচন কমিশন সৌমেন মিত্রাকে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করেছিল।


বরাবরই স্পষ্টবাদী, স্বচ্ছ ভাবমূর্তির এবং নিরপেক্ষ হিসেবে পরিচিত সৌমেন মিত্র কোনো শাসকের কাছেই খুব একটা পছন্দের মানুষ হিসেবে পরিচিত নন। ডান বা বাম- কোন পক্ষই তাকে নিজের লোক ভেবে স্বস্তি পায় না বলেই মনে করেন সৌমেন মিত্রর শুভাকাঙ্খীরা। অথচ এই আইপিএস অফিসার নিরপেক্ষতা নিয়ে বরাবরই নিজের বিশ্বাসের উপরে চলেন, তাও এর আগেই প্রমাণিত হয়ে গিয়েছে।
তাই এবার নির্বাচন কমিশন সরানোর আগেই অনুজ শর্মার পর কে পুলিশ কমিশনার হবেন, তা নিয়ে জল্পনা ছিল। বিনীত গোয়েল থেকে জাভেদ শামীম, সঞ্জয় মুখোপাধ্যায়এর মত অন্তত তিন চার জনের নাম আসছিল কমিশনার পদের জন্য। সেই তালিকায় সৌমেন মিত্র ছিলেন একেবারে তলার দিকে। কিন্তু সেই তাকেই রাজ্য সরকার ওই পদে নিয়োগ করা অনেকেই হতচকিত। কেননা গত নির্বাচনের আগে দায়িত্ব নেওয়ার পর তিনি যেভাবে ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় ভোটের মুখে তল্লাশি করেছিলেন, তাতে শাসক দল তার উপর খুব একটা সন্তুষ্ট ছিল না। অথচ এবার সেই তাকেই আগবাড়িয়ে পুলিশ কমিশনারের চেয়ারে বসা রাজ্য।


পুলিশেরই একটা অংশ মনে করছে, অন্য যাদের নাম ভাসছিল, তাদের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন না উঠলেও, নির্বাচন ঘোষণার পর কোন কারনে কমিশন তাদের সরিয়ে দিলে, কিছুটা শেষ মুহূর্ত সরকারের মুখ পুড়তো। আবার তাদের কাউকে দায়িত্ব দেওয়ার পর তাদের সম্পর্ক যেহেতু শাসক দলের সঙ্গে খুব খারাপ নয়, তাই তৃণমূল ক্ষমতায় এলে চট করে তাদের সরিয়ে দিয়ে ফের অনুজ শর্মাকে ওই চেয়ারে বসানোর ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হতে পারে। তাই সবদিক ভেবে যেহেতু গত নির্বাচনের আগেই নির্বাচন কমিশন এই পদে সৌমেন মিত্রকে বসিয়েছিল তাইই সরকারও তাকেই ফের ওই দায়িত্ব দিল। আর সৌমেন মিত্র যে নিরপেক্ষতার প্রশ্ন কাউকেই রিয়াদ করেন না তাও বুঝে গিয়েছেন শাসকদলের থিংক ট্যাংক। সেক্ষেত্রে ভোটের মুখে এমন অফিসারকে দায়িত্ব দিলে যদি বিজেপিও কোন বেআইনি করে, সোমেন মিত্র তাকেও যে রেয়াত করবেন না, সে ব্যাপারে নিশ্চিত রাজ্যের শাসক দলের নেতা।
যদি বিধানসভা ভোটের পরে এই সরকার ফের ক্ষমতায় আসে সে ক্ষেত্রে তাকে সরাতে রাজ্য সরকারের কোন অস্বস্তি হবে না, এমনটাই মনে করছেন বর্ষিয়ান পুলিশ অফিসাররা। আজ কমিশনার পদে দায়িত্ব নিয়েই সৌমিত্র জানিয়ে দেন, নিরপেক্ষভাবে কলকাতা পুলিশের সম্মান রক্ষা তার লক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version