কলকাতা ব্যুরো: ভোটের প্রচারে এসে অমিত শাহ সোনার বাংলা গড়ার ডাক দেন আর নেতাজির ১২৫ তম জন্মদিনে এসে প্রধানমন্ত্রীর গলাতেও সেই সোনার বাংলা গড়ার ডাক।শনিবার সারাদিন নেতাজি ভবন জাতীয় গ্রন্থাগার নানা অনুষ্ঠানের পর শেষে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির ১২৫ তম জন্মবর্ষিকী উদযাপনের সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতাজি আত্ম নির্ভর ভারতের সঙ্গে সঙ্গে সোনার বাংলা গড়ারও ডাক দিয়েছিলেন। আজ তার স্বপ্নকে সামনে রেখে দেশ আত্মনির্ভর হয়ে উঠছে। বাংলা এই আত্মনির্ভর ভারত অভিযানের নেতৃত্ব দেবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
স্বাধীন ও স্বনির্ভর ভারত সম্পর্কে নেতাজির ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি দারিদ্র , অশিক্ষা বৈজ্ঞানিক আবিষ্কারের অভাবকে দেশের প্রধান সমস্যা হিসাবে চিহ্নিত করে এগুলি দুর করার ওপরে জোর দিয়েছিলেন। বর্তমানে দেশ পিছিয়ে পড়া মানুষের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন নেতাজি বলেছিলেন বিশ্বে এমন কোন শক্তি নেই যা ভারত কে আত্মনির্ভর হওয়া থেকে আটকাতে পারে। আজ তার সেই কথা সত্যি হয়েছে। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে উঠে এসেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী রাফায়েল যুদ্ধ বিমানকে বাহিনীতে সামিল করা, দেশীয় প্রযুক্তিতে তেজস যুদ্ধ বিমান তৈরি, করোনা অতিমারির মোকাবিলায় ভারতের ভূমিকা এবং নিজস্ব প্রতিষেধক তৈরি ও অন্যান্য দেশে তা সরবরাহ করার প্রসঙ্গ উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, নেতাজির জীবন, কাজ ও সিদ্ধান্ত আজও দেশের প্রেরণা। তিনি যে সশক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন তা এখন সারা বিশ্ব দেখছে। শনিবার সারাটা দিন কলকাতায় তৃণমূল এবং বিজেপি সমর্থকরা যেভাবে দলের শীর্ষনেতাদের নেতাজি বন্দনা দেখলেন ও ঠারেঠোরে যে যার মতো করে রাজনৈতিক চর্চা চালিয়ে গেলেন, তাতে এটা স্পষ্ট, নেতাজির ১২৫ তম জন্মদিন এবার বঙ্গে বিধানসভা ভোটের অঙ্গ হয়ে গেল।
Previous Articleনেতাজীও মেলাতে পারলেন না ভোট বাজারের মোদি-মমতাকে
Next Article সাপ্তাহিক রাশিফল
Related Posts
Add A Comment