কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টির মধ্যে পাহাড়ে ধ্বস নেমে তিনজনের মৃত্যু ও অন্তত ২৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নেপালের সিন্ধুপালচক জেলার বারহা ভিসা গ্রামীণ সাত নম্বর পুরসভায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির মধ্যে শনিবার রাতে পাহাড়ে ধ্বস নামে পাহাড়ে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে। অন্যদিকে ধসের কবলে পড়ে বহু বাড়ি চাপা পড়ে গিয়েছে। অন্তত ২৫ জনের কোনও হদিস নেই বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর।

ইতিমধ্যেই নেপাল পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এদিন বেলা পর্যন্ত সেই জায়গায় উদ্ধারের কাজ তেমন ভাবে শুরু করা যায়নি বলে খবর।

Share.
Leave A Reply

Exit mobile version