কলকাতা ব্যুরো:১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা। সেই পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতিও প্রায় শেষ পর্বে। এরই মধ্যে নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মামলাটির শুনানি আজ সুপ্রিম কোর্টে।

করোনা আবহের কারণে জয়েন্ট ও নিট, দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। যদিও ১ থেকে ৬ সেপ্টেম্বর মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয় জয়েন্ট পরীক্ষা। দেশের শীর্ষ আদালত অবশ্য জয়েন্ট পিছনোর বিরুদ্ধেই রায় দেয়। নিট বিষয়ে আদালত কি নির্দেশ দেয় আজ নজর সেদিকেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ওই পরীক্ষা পিছনোর পক্ষে।

Share.
Leave A Reply

Exit mobile version