কলকাতা ব্যুরো: জয়েন্ট, নিট-র পর এবার নেট পরীক্ষার দিনক্ষণ নিয়েও আপত্তি জানালো রাজ্য সরকার। পুজোর সময় পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর দিন পড়েছে এনটিএ আয়োজিত নেট পরীক্ষা। যা নিয়ে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যাযের সরকারের।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এনটিএ-কে চিতি লিখে পরীক্ষার দিন বদলের আবেদন জানিয়েছে। তিনি বলেন, পুজোর সময় ওই পরীক্ষা নেওয়া হলে সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা। নেটের দিন নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের তরফে বিষয়টি তোলা হয়েছে সংসদেও।