কলকাতা ব্যুরো: রবিবার দুপুরে পাটনায় নীতীশ কুমারের বাসভবনে এন ডি এ সদস্য প্রধান চার দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হলো তাকে। তার উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির সুশীল মোদি। এদিন বিজেপি, জে ডি ইউ ছাড়াও হিন্দুস্থানী আওয়াম মোর্চা বা হ্যাম এবং বিকাশসিল ইনসান পার্টি বা ভিআইপির নেতারা হাজির হন বৈঠকে।
এদিন বেলা বারোটা নাগাদ নীতীশ কুমারের বাসভবনে বৈঠক বসে। খুব স্বাভাবিক ভাবেই নীতীশ কে নেতা হিসেবে গ্রহণ করে এনডিএ নেতৃত্ব। তবে কবে তিনি শপথ নেবেন, তা এদিন ওই বৈঠকে নির্দিষ্ট হয়নি। এরই মধ্যে হ্যাম মন্ত্রিসভায় যোগ দেবে না, তা জানিয়ে দেওয়া হয়েছে। যদিও সে ব্যাপারে আর কোনো আলোচনা হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version