এক নজরে

#Jagddep Dhankhar : উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ জগদীপ ধনকড়ের

By admin

July 18, 2022

কলকাতা ব্যুরো: উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। গত শনিবারই তাঁর নাম এনডিএ-র প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সোমবার তিনি সংসদ ভবনে গিয়ে মনোনয়ন পেশ করলেন। এদিন মনোনয়ন পেশের সময় ধনকড়ের (Jagdeep Dhankhar) পাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, জেপি নাড্ডা-সহ বিজেপি ও এনডিএ-র শরিক দলের একাধিক নেতা।

রাজস্থানের জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) পেশায় আইনজীবী। ১৯৮৯ সাল থেকে তিনি নির্বাচনী রাজনীতিতে ছিলেন। সাংসদ হয়েছেন। মন্ত্রী হয়েছেন। আবার রাজস্থানের বিধায়কও হয়েছেন। কিন্তু তিনি সবচেয়ে আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর। তাঁর সঙ্গে প্রায় রোজই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধ বেঁধে থাকত। ফলে শনিবার সন্ধ্যায় যখন তাঁর নাম এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হল, তখন রীতিমতো বিস্মিত হয় দেশের রাজনৈতিক মহল। রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন ধনকড় (Jagdeep Dhankhar)। আর আজ মনোনয়ন পেশ করলেন তিনি।

আগামী ৬ অগস্ট উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন৷ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করার শেষদিন ৷ সেই সময়সীমা শেষের আগের দিনই মনোনয়ন পেশ করলেন ধনকড় ৷ এবারের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা। রবিবারই তাঁর নাম ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার হয়তো তিনি মনোনয়ন পেশ করবেন ৷