কলকাতা ব্যুরো : অন্ন দাতা কৃষক আর দিনমজুরদের আত্মহত্যাই সবথেকে বেশি ভারতবর্ষে। এমনই পরিসংখ্যান দিল জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো। কৃষি ক্ষেত্রে গত একবছরে আত্মহত্যা করেছেন ১০ হাজার ২৮১ জন। এদের মধ্যে চাষীর সংখ্যা ৫ হাজার ৯৫৭ জন। বাকি ৪ হাজার ৩২৪ জন হলেন খেতমজুর।
তবে কৃষিক্ষেত্রে আত্মহত্যাকে ছাপিয়ে গিয়েছে দিনমজুরদের সংখ্যা। গত একবছরে দেশে ৩২ হাজার ৫৬৩ জন দিনমজুর আত্মহননের পথ বেছে নিয়েছেন। পেশাগত দিক থেকে দিনমজুরদের আত্মহত্যার সংখ্যাই সবথেকে বেশি। পেশার অনিশ্চয়তা থেকে মানসিক অবসাদকেই দাযি করছেন বিশেষজ্ঞরা। দেশে কৃষক ও খেতমজুরদের আয় অনেকাংশেই অনিশ্চিত। এই অনিশ্চয়তাই তাদের ঠেলে দিচ্ছে আত্মহত্যার দিকে। নোট বন্দিতে নগদ জোগান কমে যাবার ফলে তাদের অবস্থা আরো খারাপ হয়েছে। লকডাউনের ফলে অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে এর পরের বছর।
সবমিলিয়ে দেশে যে ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন আত্মহত্যা করেছে তাদের মধ্যে ৪২ হাজার ৪৮০ জন হয় কৃষির সঙ্গে যুক্ত নয় দিনমজুর। সরকারের ভ্রান্ত অর্থনীতির কারণে এই অত্মহত্যা বলে দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
দেখা যাচ্ছে কৃষি ক্ষেত্রে আত্মহত্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের ছবি অবশ্য জানার উপায় নেই। গতবারের মতো এবারও কৃষি ক্ষেত্রে কত জন আত্মহত্যা করেছেন সেই তথ্য কেন্দ্রকে পাঠায়নি নবান্ন ।