কলকাতা ব্যুরো: মহিলাদের উপর অপরাধ ২০১৯ সালের থেকে কমলেও ২০২০ সালে প্রতিদিন দেশে গড়ে কমপক্ষে ৭৭টি করে ধর্ষণ হয়েছে ৷ খুন হয়েছে ৮০টি করে এবং একই বছর সাইবার অপরাধ বেড়েছে ১১.৮ শতাংশ ৷ জাতীয় অপরাধ তথ্যপঞ্জি ২০২০ সালের তথ্য প্রকাশ করেছে ৷ তাতেই সামনে এসেছে এই তথ্য ৷ তবে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অপরাধ হয়েছে অনেক কম ৷ তিলোত্তমা এখনও মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় রয়েছে বলে জানা যাচ্ছে ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বুধবারই এই তথ্য প্রকাশ করেছে ৷ ২০২০ সালে দেশজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৭৭টি করে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে। বছরজুড়ে এমন মোট ২৮ হাজার ৪৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে ২৫ হাজার ৪৯৮ জন প্রাপ্ত বয়স্ক এবং বাকি ২ হাজার ৬৫৫ জনের বয়স ১৮ বছরের নিচে ৷ সবথেকে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে রাজস্থান থেকে, ৫ হাজার ৩১০টি ৷ তারপরই রয়েছে উত্তরপ্রদেশ, ২ হাজার ৭৬৯টি ৷ তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, ২ হাজার ৩৩৯টি৷ চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র, ২ হাজার ৬১টি এবং পঞ্চম স্থানে রয়েছে অসম, ১ হাজার ৬৫৭টি৷ এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে অনেকটা নিচের দিকে ৷ রাজ্যে মেট্রোপলিটন সিটিটি এখনও মহিলাদের জন্য বেশ নিরাপদ বলেই মনে করা হচ্ছে ৷
মহিলাদের উপর অপরাধমূলক মোট ৩ লাখ ৭১ হাজার ৫০৩টি অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১০৫টি অ্যাসিড অ্যাটাক এবং ৬ হাজার ৯৬৬টি পণের দাবিতে হত্যার ঘটনাও রয়েছে ৷ ২০১৯ সালে এই সংখ্যাটি ছিল ৪ লাখ ৫ হাজার ৩২৬টি এবং ২০১৮ সালের সংখ্যাটি ছিল ৩ লাখ ৭৮ হাজার ২৩৬টি ৷ ২০১৯ সালের থেকে ১ শতাংশ বেড়ে গত বছর দেশে মোট খুনের অভিযোগ নথিভুক্ত হয়েছে ২৯ হাজার ১৯৩টি৷ প্রতিদিনের হিসাবে সংখ্যাটি গড়ে ৮০ ৷ এক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ ৷ সারা বছরে উত্তরপ্রদেশে মোট ৩ হাজার ৭৭৯টি খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ তারপরই রয়েছে বিহার, ৩ হাজার ১৫০ ৷ তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, ২ হাজার ১৬৩৷ চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, ২ হাজার ১০১ এবং পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ১ হাজার ৯৪৮। নিহতদের মধ্যে ৩৮.৫ শতাংশের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং ৩৫.৯ শতাংশ হল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
অপহরণের ঘটনা ২০২০ সালে কমেছে বলে জানা যাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য থেকে। গোটা বছরে মোট ৮৪ হাজার ৮০৫টি অপহরণের অভিযোগ দায়ের হয়েছে এবং অপহৃতদের মোট সংখ্যা ৮৮ হাজার ৫৯০ জন, যাদের মধ্যে ৫৬ হাজার ৫৯১ জনই শিশু ৷ এক্ষেত্রেও সবার আগে উত্তরপ্রদেশ ৷ এখানে ১২ হাজার ৯১৩টি অপহরণের অভিযোগ দায়ের হয়েছে ৷ ৯ হাজার ৩০৯টি অভিযোগ নিয়ে এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ ৷ তৃতীয় স্থানে মহারাষ্ট্র (৮,১০৩), চতুর্থ স্থানে বিহার (৭,৮৮৯) এবং পঞ্চম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ (৭,৩২০) ৷ রাজধানী দিল্লিতে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে ৪ হাজার ৬২টি ৷ ২০১৯ সালে এক্ষেত্রে মোট ১ লাখ ৫ হাজার ৩৬টি অভিযোগ দায়ের হয়েছিল ৷
পাশাপাশি এনসিআরবি-এর প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, গত বছর সাইবার ক্রাইম বেড়েছে ১১.৮ শতাংশ৷ ২০২০ সালে মোট ৫০ হাজার ৩৫টি সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুল বা নকল খবর প্রকাশের অভিযোগও রয়েছে ৫৭৮টি৷ অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ৪ হাজার ৪৭টি ফ্রডের অপরাধ দায়ের হয়েছে ৷ পাশাপাশি ওটিপি ফ্রড (১,০৯৩), ক্রেডিট/ডেবিট কার্ড ফ্রড (১,১৯৪) এবং এটিএম অপরাধ (২,১৬০)-ও রয়েছে ৷ সাইবার অপরাধের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে রয়েছে কর্নাটক (১৬.২ শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা (১৩.৪ শতাংশ), তৃতীয় স্থানে রয়েছে অসম (১০.১ শতাংশ), চতুর্থ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (৪.৮ শতাংশ) এবং পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র (৪.৪ শতাংশ) ৷ ২০১৯ সালে ৪৪ হাজার ৭৩৫টি সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছিল। ২০১৮ সালে সংখ্যাটি ছিল ২৭ হাজার ২৪৮ ৷