কলকাতা ব্যুরো: শুক্রবার ধৃত সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডাকে আজ আদালতে তুলবে নারকটিকস কন্ট্রোল ব্যুরোর। ইতিমধ্যেই শৌভিকের বাড়ি থেকে ল্যাপটপ সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে বলে দাবি এন সি বি র।সৌভিকের নির্দেশেই মাদক পাচার চক্র এর আগে স্যামুয়েল মিরান্ডার কাছে বেশকিছু নিষিদ্ধ মাদক পৌঁছে দিয়েছিল বলে দাবি তদন্তকারী অফিসার দের। অভিনেতার ম্যানেজার স্যামুয়েলকে তাদের হেফাজতে নিয়ে আরো কিছু চাইয়ের খোঁজ পেতে চাইছে এনসিবি।
এ যেন কেঁচো খুঁড়তে কেউটে প্রবাদকেও হার মানায়। সুশান্ত সিং রাজপুত এর রহস্য মৃত্যু তদন্ত করতে গিয়ে যে ড্রাগ চক্রের সন্ধান পাওয়া গেছে, তাতে আরো অনেক বড় বড় রাঘব বোয়ালের জড়িত থাকার ইঙ্গিত পেয়েছে নারকটিকস বিভাগ।
প্রথমে এনফর্সমেন্ট ডাইরেকটোরেট সুশান্ত সিং এর বান্ধবি রেহা চক্রবর্তীর মোবাইলের সূত্র ধরে মাদকচক্রের হদিস পায়। তারপর এই মামলায় নেমে যায় এন সি বি। ইতিমধ্যেই সাতজনকে ওই ঘটনায় গ্রেপ্তার করেছে তারা। শুক্রবার সকাল থেকে রেহা চক্রবর্তীর বাড়ি এবং স্যামুয়েল এর বাড়িতে তল্লাশির পর সৌভিক ও স্যামুয়েল তলব করেছিল সিবিআই। প্রায় ১০ ঘন্টা জেরার পর অবশেষে তাদের গ্রেপ্তার করে। এই মামলায় শুক্রবারে বান্দ্রা থেকে বশিল পরিহার নামে ২৩ বছরের এক যুবক এবং ইব্রাহিম নামে আরো একজনকে গ্রেফতার করেছে।
মাদক পাচারের অভিযোগে সৌভিক এবং মিরান্ডার প্রত্যক্ষ যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে বলে দাবি এন সি বির। আর তাদের নতুন করে জেরা করে মাদকচক্রের আরো গভীরে পৌছাতে তাদের হেফাজত নিয়ে নিতে চায় তদন্তকারী সংস্থা।
সৌভিক ও স্যামুয়েল মিরান্ডাকে কোর্টে তুলে আজ হেফাজতে চায় এন সি বি
Previous Articleদলীয় বৈঠক ছেড়ে সর্মথকরা ছুটলেন করোনা চিকিৎসার জোগাড় যন্ত্রে
Next Article আজকের সোনা – রুপোর দর
Related Posts
Add A Comment