কলকাতা ব্যুরো: শুক্রবার ভোর বেলায় নর্কোটিকস কন্ট্রোল ব্যুরো টিম হানা দেই মুম্বাইয়ে রেহা চক্রবর্তীর বাড়িতে। মাদক মামলায় তল্লাশি শুরু হয়েছে তার বাড়িতে। আবার একইসঙ্গে মাদক বিভাগ তল্লাশি শুরু করেছে রিহার কয়েকজন আত্মীয় এর বাড়িতেও।
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে ইডি রেহার মোবাইলের সূত্রে কিছু মাদক সম্পর্কিত তথ্য পায়। তারপরেই সে মামলা হাতে নেয় নর্কোটিক কন্ট্রোল ব্যুরো। সেই মামলায় এখনো পর্যন্ত দুজন ড্রাগ প্যা ডেলার গ্রেপ্তার হলেও এন সি বি এখনো রেহা বা তার ভাইকে তলব করেনি। এরইমধ্যে এদিন তাল্লাশি নিয়ে তাই নতুন করে জল্পনা ছড়িয়েছে।
Previous Articleঅধীরকে প্রদেশ সভাপতি চেয়ে সোনিয়াকে চিঠি মান্নানের
Next Article আজকের সোনা – রুপোর দর
Related Posts
Add A Comment