কলকাতা ব্যুরো: এবার এনসিবি-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করছে এনসিবি। মুম্বই মাদক মামলার এক সাক্ষী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করতেই সে বিষয়ে তদন্তে নামছে এনসিবি। প্রভাকর সাইল নামে এই মামলার এক সাক্ষী দাবি করেছেন, ২৫ কোটি টাকা পেলেই বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান-কে ছেড়ে দেওয়া হবে বলে এনসিবি-এর তরফে ডিল অফার করা হয়েছে।
এছাড়া প্রভাকর সাইল নামে ওই সাক্ষী দাবি করেছেন, একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় তাঁকে। তিনি নিজের প্রাণের ঝুঁকিতে রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এই সবক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে এনসিবি-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের দিকে। রবিবার প্রভাকর সাইল নামে ওই সাক্ষী এনসিবি-এর বিরুদ্ধে ঘুষ চাওয়া ও সাদা কাগজে স্বাক্ষর করার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। সমীর ওয়াংখেড়ে অবশ্য তখন জানিয়েছিলেন, ‘এর উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তবে এদিন এনসিবি-এর তরফে জানানো হয়েছে, সমীরের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে।
প্রসঙ্গত, মুম্বই ক্রুজ মাদক মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। গত বৃহস্পতিবার আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ। সেখানে মিনিট ১৭ তিনি কথা বলেন আরিয়ানের সঙ্গে। তাঁদের কথা হয় ইন্টারকমে। জেলসূত্রে খবর জেলের মধ্যে ভেঙে পড়েছেন আরিয়ান। বাবাকে দেখে কান্নায় ভেঙেও পড়েন আরিয়ান। চোখ ভিজে আসে কিং খানেরও। ধরা গলাতেই নাকি তিনি বলেন, ‘আই ট্রাস্ট ইউ বেটা’। অন্যদিকে ওই দিনেই রিয়ানের ব্যবহৃত কিছু ইলেকট্রনিকস গেজেটের খোঁজে শাহরুখের বাড়িতেও হানা দিয়েছিল এনসিবি। ‘মন্নত’-এ কিছুক্ষণ ছিল আধিকারিকরা।