এক নজরে

মাদক তদন্তে ভিন রাজ্য থেকে অফিসার মুম্বাই পাঠাচ্ছে এনসিবি

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: মুম্বাইয়ের এনসিবির অফিস এখন প্রায় করোনা হাসপাতাল। মাদক মামলার তদন্তে থাকা অফিসারদের ২৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে কুড়িজন এর উপসর্গ না থাকায়, তাদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। এদিকে তদন্তের গতি যাতে কমে না যায়, তা দেখতে আমেদাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, ইন্দোর থেকে এনসিবির নতুন অফিসারদের তুলে আনা হচ্ছে মুম্বাইয়ে।

এনসিবি সূত্রে খবর, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য সুশান্ত সিং রাজপুতের এক ম্যানেজারকে তলব করা হয়েছিল। ওই মহিলা সেদিন অসুস্থ মনে হাওয়ায় এবং করোনার কিছু উপসর্গ প্রাথমিকভাবে দেখা দেওয়ায়, তাকে সেদিন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে তার করোনা ধরা পড়ে। এখন মুম্বাইয়ের এনসিবি অফিসে এতজন অফিসারের করোনা ধরা পড়ায়, এই মামলায় আরও বেশকিছু প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আপাতত দু’একদিন কিছুটা গতি শ্লথ করার ভাবনাচিন্তা নেওয়া হয়েছে। অন্যান্য রাজ্য থেকে তদন্তকারী অফিসার এসে কাজে যোগ দেওয়ার পরেই ফের নতুন উদ্যমে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করতে চায় এনসিবি।