এক নজরে

হাই প্রোফাইল জেরা শুরু এনসিবির

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: নির্দিষ্ট সময় মতো সকাল ১০ টা তেই মুম্বাইয়ের এনসিবি অফিসে পৌঁছে যান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেখানে তিনি পৌঁছেছেন একটি সাধারণ গাড়িতে। চলছে তাকে জিজ্ঞাসাবাদের পর্ব। দীপিকার কাছ থেকে এনসিবি বুঝতে চাইছে বলিউডের মাদক যোগের বিষয়টি। কারণ ইতিমধ্যেই জয়া সাহাকে জেরা করে উঠে এসেছে দীপিকা সহ আরো বেশ কয়েকজন বলিউডের তারকার নাম।

জানা গিয়েছে, মাদক সংক্রান্ত আলোচনার একটি হোয়াটসআপ গ্রুপের এডমিন দীপিকা। দীপিকাকে আলাদা জেরা করার পর তাঁর ম্যানেজার করিশমার মুখোমুখি বসিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এনসিবি।

এদিকে আজই অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বলিউডের মাদক যোগ নিয়ে তদন্তেই তাদের জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। এর আগে অভিনেত্রী রেহা চক্রবর্তী ও তার ভাই সৌভিককে জেরা করেই বলিউডের মাদক চক্রের সঙ্গে যুক্ত অনেক রাঘব বোয়ালের নাম এনসিবির সামনে আসে।