এক নজরে

তল্লাশিতে গিয়ে মাদক পাচারকারীদের হামলার মুখে মুম্বাইয়ের এনসিবির জোনাল ডিরেক্টরে

By admin

November 23, 2020

কলকাতা ব্যুরো: মুম্বাইয়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান এর মধ্যেই এবার পাল্টা হামলা হলো নারকটিকস কন্ট্রোল ব্যুরো র অফিসারদের উপরে। সোমবার মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় ক্যারি মেন্ডিস নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে হানা দিয়েছিল এনসিবির অফিসাররা। এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে পাঁচ অফিসার এলাকায় হানা দিলে ৫০-৬০ জনের একটি দল হামলা চালায় তাদের ওপরে। এতে দুই এনসিবি অফিসার গুরুতর জখম হয়েছেন।

ঘটনার খবর পেয়ে মুম্বাই পুলিশ ওই এলাকায় পৌঁছে এনসিবি অফিসারদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়। হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত ক্যারি মেন্ডিসকে আরো তিন সাকরেদ সমেত গ্রেপ্তার করেছে। হামলাকারীরা সকলেই মুম্বাইয়ে ড্রাগ পাচার চক্র জড়িত বলে অভিযোগ। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পর ইডির তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় মাদকচক্রের যোগ খুঁজতে তদন্তে নেমে ছিল এনসিবি। বেশকিছু বলিউডের প্রভাবশালীর মাদক যোগ নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা।

ইতিমধ্যেই মাদক পাচারকারী সন্দেহে অন্তত ২৪ জনকে গ্রেপ্তার করেছে নারকটিকস কন্ট্রোল ব্যুরো। সেই তালিকাই বলিউডের অভিনেত্রী কেমন রয়েছেন, তেমনি রয়েছে মুম্বাইয়ে নিচু তলার ড্রাগ পাচারকারীরা। কিন্তু অভিযানে গিয়ে এমনভাবে তদন্তকারীদের উপর হামলা হতে পারে, তা আঁচ করতে পারেনি এনসিবি। ফলে আগামী দিনে বড় কোন তল্লাশিতে গেলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে উপরমহলে।