এক নজরে

এনসিবির জেরার মুখে অর্জুন রামপাল

By admin

November 13, 2020

কলকাতা ব্যুরো: এনসিবির তলবে তাদের অফিসে হাজির হলেন অভিনেতা অর্জুন রামপাল। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে নারকটিকস কন্ট্রোল ব্যুরো। এর আগে ন’ তারিখ তার বাড়িতে হানা দিয়েছিল এনসিবি। তার গাড়িচালককে আটক করা হয়েছিল। তার বাড়ি থেকে বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেটস বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা।

মাদক পাচার চক্র তদন্তে বৃহস্পতিবার এনসিবি প্রায় ছ ঘন্টা জেরা করে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডমিট্রিকে। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি। এবার সেই সূত্রেই এনসিবি তলব করল অর্জুন রামপালকে।

সুশান্ত সিং রাজপুত রহস্যমৃত্যুতে তদন্তে এখনো পর্যন্ত ফিরোজ নদিওয়ালার স্ত্রীকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। এ ছাড়াও একাধিক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।