কলকাতা ব্যুরো: কোভিড বিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি তীর্থ চুরুলিয়ায় পালিত হল কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম জয়ন্তী । এদিন প্রমীলা সমাধি ও নজরুল স্মৃতিতে মাল্যদান করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ চৈতালী দত্ত , বিধায়ক হরেরাম সিং ও কবির দুই ভ্রাতস্পুত্র রেজাউল করিম ও আলি রেজাসহ আন্যান্য নজরুল প্রেমীরা । কোভিডের জন্য দুবছর নজরূল মেলা বন্ধ রাখা হয় ।

Share.
Leave A Reply

Exit mobile version