এক নজরে

নবদ্বীপের রাসেও এবার কড়া নজরদারি

By admin

November 29, 2020

কলকাতা ব্যুরো : পুজোর মরশুম প্রায় শেষ হয়ে গেল। দুর্গা, কালী, জগদ্ধাত্রী এবং ছট পুজোতে কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। বাকি রয়েছে নবদ্বীপের রাস উৎসব । কিন্তু জানা যাচ্ছে প্রশাসনের কড়া নজরদারি থাকছে রাস উৎসবে। রাস উৎসব রাজকীয় ভাবে উদযাপন হয় প্রতি বছর নবদ্বীপে। কিন্তু করো না আবহে চেনা ছবিটা এবার ধরা পড়বে না। নবদ্বীপে আদালতের নির্দেশ মত প্রশাসনের কড়া নজরদারিতে এবার পালিত হবে রাস-উৎসব। এবার প্রায় এক মাস ধরে এই নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে উদ্যোক্তাদের। কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম ভাঙার চেষ্টা করলে পুলিশ কঠোর হাতে তার ব্যবস্থা করবে বলে জানা গেছে।

এবার রাস পূর্ণিমাতে প্রায় ৩৭০ টি পুজো হচ্ছে নবদ্বীপে। এরমধ্যে নবদ্দীপ পুরো এলাকায় ২৯৪ টি পুজো হচ্ছে। নবদ্বীপ শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিতে ৭৪ টি প্রতিমা পুজো হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী এই উৎসবের জন্য জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা। বাতিল হয়েছে রাশের নবমীর শোভাযাত্রা। আরমের শোভাযাত্রা এবারের স্থগিত থাকছে। পুরসভা পরিচালিত রাস উৎসবের কার্নিভাল ও স্থগিত থাকছে। প্রথমে বলা হয়েছিল সর্বোচ্চ ছটি ঢাক এক এককটি বারোয়ারি ব্যবহার করতে পারবে। পরে নিয়ম পাল্টানো হয়েছে। ঢোল, সানাই ও নগরের ব্যবহার চলতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বাজনাদারদের সংখ্যা কখনোই ৬ এর বেশি হবে না। কিন্তু ডিজে এবং অন্যান্য বাজনা নিষিদ্ধ করা হয়েছে।

মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় থেকে নবদ্বীপের রাস পূর্ণিমার শুরু হয়। প্রায় তিনশ বছর অতিক্রান্ত হয়েছে এই রাস উৎসবের। নবদ্বীপের রাস পূর্ণিমা এবং উৎসবে নানা প্রথা এবং রীতিনীতি পালিত হয়ে থাকে। তবে এবারে কতখানি সে সমস্ত পালন করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস উৎসব উপলক্ষে নবদ্দীপ শহরে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েকটি জায়গায় নো এন্ট্রি করা হয়েছে । পুরসভা সূত্র থেকে জানা গেছে সব রকম সতর্কতাঃ মানতে বলা হয়েছে উদ্যোক্তাদের। তবে লোকসমাগম বেশী হবেনা বলেই আশা করছে পুরসভা।