এক নজরে

Sameer Wankhede: এনসিবি কর্তা সমীরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

By admin

October 22, 2021

কলকাতা ব্যুরো: এনসিপি নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর জোনাল প্রধান সমীর ওয়াংখাড়ের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ আনলেন। সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিন ওয়াংখাড়ের কিছু ছবিও প্রকাশ করেন নবাব মালিক। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারির মামলায় বলিউড অভিনেতা অনন্যা পান্ডেকে তলব করার পরই সমীরের বিরুদ্ধে এই অভিযোগ করা হল। দাবি করা হয়েছে, এনসিবি যেসব হোয়াটঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে তার মধ্যে অনন্যার নাম রয়েছে।

এদিন নবাব মালিক বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর একটি বিশেষ কর্তাকে (সমীর ওয়াংখাড়ে) এনসিবিতে আনা হয়েছিল। সিবিআই মামলাটি তদন্ত করছে কিন্তু তাঁর আত্মহত্যা বা হত্যার রহস্য অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু এনসিবি এখন ফিল্ম ইন্ডাস্ট্রির পিছনে পড়েছে। এনসিবির সামনে কয়েক ডজন অভিনেতা প্যারেড করা হয়েছিল। এতে জড়ানোর চেষ্টা করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে।’

নবাব মালিক আরও বলেন, ‘মহামারীর সময়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি মালদ্বীপে ছিল। সমীর ওয়াংখাড়েকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা সে সময় সেখানে কী করছিলেন। তিনি দুবাইতে ছিলেন কিনা তাও স্পষ্ট করা উচিত তাঁর। আমরা নিশ্চিত যে এই সমস্ত তোলাবাজি মালদ্বীপ এবং দুবাইতে হয়েছিল এবং আমি সেই ছবিগুলি প্রকাশ করব।’

তবে তাঁর বিরুদ্ধে অথা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমীর। “তোলাবাজি” শব্দটিতে তীব্র আপত্তি জানিয়েছেন এনসিবির এই দুঁদে অফিসার।

সমীর আরও জানান, আমি একজন সামান্য অফিসার, কিন্তু উনি একজন বড় মন্ত্রী। ড্রাগস কান্ডে যদি আমাকে জেলেও পাঠানো হয় আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমার শুভকামনা ওনার জন্য রইলো।