কলকাতা ব্যুরো: আবারও ‘পাকিস্তান প্রীতি’ ঘিরে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। শনিবার কর্তারপুর গুরুদ্বারে পুজো দিতে গিয়েছিলেন সিধু। সেখানেই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন। আলিঙ্গন করেন পাকিস্তানের সরকারি আধিকারিককে। এই ভিডিও টুইট করে কংগ্রেসের ‘পাকিস্তান প্রেম’ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির নেতা অমিত মালব্য।

টুইটারে সিধুর ভিডিওটি পোস্ট করেন অমিত মালব্য। সঙ্গে লেখেন, রাহুল গান্ধীর প্রিয় নভজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিজের বড় ভাই বলে সম্বোধন করছেন। শেষবার তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে জড়িয়ে ধরেছিলেন। আরও লেখেন, গান্ধী পরিবার প্রাক্তন অমরিন্দর সিংয়ের বদলে পাকিস্তানপ্রেমী সিধুকে বেছে নেবে, তাতে অবাক হওয়ার কি আছে?

ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের সরকারি আধিকারিকরা সিধুকে অভ্যর্থনা জানাচ্ছেন। তাঁদের বলতে শোনা যায়, আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর তরফে এসেছি। এই দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। উত্তরে সিধুকে বলতে শোনা গিয়েছে, আমি সম্মানিত। ওঁ (ইমরান খান) আমার বড় ভাই। এত সম্মান পাওয়ার যোগ্য নই আমি। ধন্যবাদ। সিধুকে মালা এবং গোলাপের পাপড়ি দিয়ে অভ্যর্থনা স্বাগত জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথগ্রহণের অনুষ্ঠানে পাকিস্তানে গিয়েছিলেন সিধু। সেই সময় পাকিস্তানের সেনাপ্রধানকে জড়িয়ে ধরেছিলেন তিনি। যা বিতর্কের আমদানি করে। এবার ফের পাক-প্রধানমন্ত্রীকে ‘বড় ভাই’ সম্বোধন করে বিতর্কে জড়ালেন সিধু। যদিও এই বিষয়ে কংগ্রেস নেতা সিধুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Share.
Leave A Reply

Exit mobile version