কলকাতা ব্যুরো: নবমীর সন্ধ্যায় হালকা ভিড়ে এবারের মত দর্শন হয়ে গেল দেবী দুর্গার। আসানসোল দুর্গাপুর এর নামী পুজো মণ্ডপগুলি গত কয়েকদিন ধরেই দর্শকদের নজর এর মধ্যে ছিল।বিশেষ করে দুর্গাপুরের অন্যতম নামী পুজো ফুলঝোরের ঠাকুর দেখতে বিভিন্ন দিক থেকেই লোকের ভিড় জমিয়েছেন। আবার দুর্গাপুরের বৌদ্ধবিহারের ঠাকুর অন্যান্য বারের মতো দর্শকদের টেনেছে। হাইকোর্টের নির্দেশ থাকলেও নিম্নচাপের বৃষ্টির আশঙ্কা কেটে যাওয়ায় এদিন বিকেল থেকেই পায় পায় দর্শনার্থীর ভিড় জমিয়েছেন শিল্পাঞ্চলের ঠাকুর দেখতে।