এক নজরে

নেচার ইজ স্ক্যারি টুইটার অ্যাকাউন্ট এ অদ্ভুত ভিডিও বন্য প্রাণী নিয়ে

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো : নেচার ইজ স্কারী নামক এক টুইটার একাউন্টে দুটি অদ্ভুত ভিডিও দেখা গেলো বন্য প্রাণী নিয়ে। প্রথম ভিডিওতে একটি কচ্ছপ একটি পায়রা কে টেনে নিয়ে যাচ্ছে জলের মধ্যে। দ্বিতীয় টি তে একটি গন্ডার একটি গাড়ি কে দুমড়ে মুচড়ে ফুটবলের মত খেলা করছে। দেখুন ভিডিও দুটি।