কলকাতা ব্যুরো: পরিবেশ ধ্বংস নিয়ে হাহাকার চললেও বহু পদ খালি থাকায় মামলার পাহাড় জমছে। জাতীয় পরিবেশ আদালতেও বহু মামলা মাঝপথে আটকে রয়েছে। আঞ্চলিক পরিবেশ আদালতগুলির কাজ বন্ধ পদ খালি থাকায়। একদিকে সাতটি বিচার বিভাগ, অন্যদিকে ছ’ টি বিশেষজ্ঞ সদস্য পদে নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন ধরে। বুধবার সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে, যত দ্রুত সম্ভব ওই সব পদগুলিতে নিয়োগ করতে হবে। এবং নিয়োগের পরেই ওই ব্যক্তিরা যাতে কর্মক্ষেত্রে যোগ দেন তাও নিশ্চিত করতে হবে কেন্দ্রকে।
পরিবেশ আদালত বিভিন্ন অঞ্চলে বিচার বিভাগের আধিকারিক এবং বিশেষজ্ঞ সদস্যের পদ ফাঁকা রয়েছে। অথচ নিয়োগ কমিটির দীর্ঘ সূত্র তার কারণে সেগুলোতে এখনো নিয়োগ হয়নি। কলকাতায় আঞ্চলিক পরিবেশ আদালত বিচারপতি এবং বিশেষজ্ঞ সদস্যের পদ দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়ে রয়েছে। একসময় এখান থেকে বিচারপতিকে নিয়ে গিয়ে জাতীয় পরিবেশ আদালতের দায়িত্ব দেওয়া হয়। এমন ভাবে অন্যান্য জায়গাতেও আঞ্চলিক পরিবেশ আদালত গুলির কাজ বন্ধ শুধুমাত্র প্রয়োজনীয় পদে নিয়োগ না হওয়ায়।
অথচ পরিবেশ নিয়ে অন্যান্য সমস্যার সঙ্গেই এবার করোনা আবহে বড় হয়ে উঠেছে বাজি জ্বালানো নিয়ে সমস্যা। একই সঙ্গে পরিবেশ নিয়ে নানান মামলা আটকে রয়েছে শুধুমাত্র পদগুলি খালি থাকায়। এতদিনে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে নজর দেওয়ায়, এবার ওই পদগুলি পূরণ হবে বলে আশা পরিবেশ আদালত মামলায় যুক্ত আইনজীবীরা।