কলকাতা ব্যুরো: বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম নিজে নিয়মিত রাস্তায় নেমে প্রচার করছেন, সকাল-বিকেল চলছে জনসংযোগ। এবার তাঁর হয়েই ভিডিও বার্তায় ভোট চাইলেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তবে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার নয়, একেবারেই ব্যক্তিগত সম্পর্কের জোরে তিনি সায়রাকে ভোটে জেতানোর আবেদন করছেন।

আগামী ১২ তারিখ রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অগ্নিপরীক্ষা প্রার্থীদের, একথা বললেও ভুল হবে না। বালিগঞ্জের মতো হাইভোল্টেজ কেন্দ্রের আভিজাত্যের সঙ্গে খাপ খাইয়ে এবার বামেদের বাজি – বহুজাতিক সংস্থার প্রাক্তন উচ্চপদস্থ অফিসার। বিলেতে পড়াশোনা করা প্রার্থী সায়রা শাহ হালিম সম্পর্কে সিপিএমের বহু পরিচিত মুখ ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী এবং বলিউড অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি। ফলে এমন নিকটাত্মীয়ের জন্য বলিউড অভিনেতা প্রচার করবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল।

অবশেষে সোমবার সকালে ভাইঝির সমর্থনে ভোট টানতে ভিডিও বার্তা দিলেন নাসিরুদ্দিন। বললেন, আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। আমি সম্পূর্ণ ব্যক্তিগত বোধ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। বালিগঞ্জের উপনির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থনের আবেদন রাখছি। ভাইঝি হওয়ার সুবাদে আমি তাকে জন্ম থেকে চিনি। সর্বদা সাহসী, দায়বদ্ধ, সৎ ও সংবেদনশীল মানুষ হিসেবে সায়রাকে দেখতে পেয়েছি, যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সদা আগ্রহী। বিভিন্ন সামাজিক অন্যায়ের সঠিক সমালোচক এবং মানুষের অধিকার রক্ষায় সদা সোচ্চার সে।

এরপর সায়রার স্বামী ফুয়াদ হালিমের অবদানের কথা উল্লেখ করেছেন নাসিরুদ্দিন। বালিগঞ্জের ভোটারদের কাছে ভোটদানের লক্ষ্য খুবই স্পষ্ট বলে মন্তব্য করে ভোটারদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন নাসিরুদ্দিন, এমন কাউকেই তো আপনারা প্রতিনিধি হিসেবে চান যে সংবেদনশীল, সহমর্মী, মানুষের প্রতি দায়বদ্ধ থেকে আপনাদের জন্য কাজ করবে? নাকি বেছে নেবেন রং বদলানো, সুযোগসন্ধানী কাউকে, যে সমাজে বিদ্বেষ ছড়ায়? আসুন, ভোট দিন এবং ভোট দেওয়ার আগে গভীরভাবে ভাবুন।

তবে ভাইঝি সম্পর্কে নাসিরের এই ভিডিও বার্তায় বালিগঞ্জবাসী কতটা প্রভাবিত হবেন তা বোঝা যাবে ১৬ এপ্রিল দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশের দিনই।

Share.
Leave A Reply

Exit mobile version