কলকাতা ব্যুরো: সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রেই এবার নিজেদের উদ্যোগে দুর্গাপুজো করবে রাজ্য বিজেপি। বিজেপির মহিলা মোর্চা এবং কালচারাল সেলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ওই দুর্গাপুজো। ষষ্ঠীর সকালে ওই অনুষ্ঠানেই ভার্চুয়াল মিডিয়ায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধুতি-পাঞ্জাবি পরেই তিনি ওই ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। বলাই বাহুল্য, পুজোয় বাঙালি মন জয় করাই মোদীর উদ্দেশ্য।
আর মাস কয়েক বাদেই অসম, কেরালার সঙ্গে এরাজ্যেও বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে বাংলার মসনদ দখল করতে চায় গেরুয়া শিবির। স্বভাবতই এবারের পুজো রাজ্যের শাসক দল তৃনমূল এবং বিজেপির কাছে বড় হাতিয়ার। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিলো, এ রাজ্যে দুর্গাপুজো করতে দেয় না তৃনমূল। রাজ্যেরও তৃনমূল সরকার অবশ্য পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য, পুরোহিতদের মাসে ২ হাজার টাকা, বিদ্যুৎ, দমকলের চার্জে ছাড় দিয়েছে। কোভিড পরিস্থিতিতে এবার পুজো করা উচিত নয় বলে মত ছিল বিজেপির। কিন্তু তাতে ভোটের মাস খানেক আগে বাঙালির আবেগে আঘাত লাগতে পারে, এই ভাবনাও ভাবাচ্ছে বিজেপি শিবিরকেম শেষ পর্যন্ত ময়দানে নামে তারা। দলীয় উদ্যোগে নিজেরাই পুজো করার সিদ্ধান্ত নেয় বিজেপি। গতকাল তাদের পুজোর ব্যবস্থাপনা খতিয়ে দেখেন বিজেপি নেতারা।