এক নজরে

করোনা ভ্যাকসিনের অগ্রগতি দেখতে ৩ শহরে মোদী

By admin

November 28, 2020

কলকাতা ব্যুরো : ভারতবর্ষে করোনা ভ্যাকসিন তৈরির অগ্রগতি দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদ পুনে এবং হায়দ্রাবাদের ৩ সংস্থায় গিয়ে কাজের ব্যাপারে খোঁজখবর নেবেন। এদিন সকালে মোদি প্রথম পৌঁছেছেন আহমেদাবাদে ওষুধ নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলার প্ল্যান্টে। আহমেদাবাদে তাদের করোণা ভ্যাকসিন জাইকোভ ডি তৈরির কাজ চালাচ্ছে। শহরের কাছেই একটি প্লান্টে যেখানে তারা কাজ চালাচ্ছে সেখানে আজ পৌঁছে যান প্রধানমন্ত্রী। সংস্থাটি জানিয়েছে ভারতের প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে আগস্ট মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের শুরু করতে চলেছে তারা। জাইদাস ক্যাডিল আহমেদাবাদে করোনার ভ্যাকসিন তৈরীর কাজ চালাচ্ছে। ভারতের প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল তাদের শেষ।

আমেদাবাদ থেকে বেলা দেড়টায় প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন হায়দ্রাবাদে। জনম ভ্যালিতে ভারতের ভারত বায়োটেক এর প্ল্যান্ট এ ভ্যাকসিন তৈরি অগ্রগতি দেখবেন তিনি। হায়দ্রাবাদ থেকে সবশেষে পুনের সেরাম ইনস্টিটিউটে যাওয়ার কথা নরেন্দ্র মোদির।

সাড়ে চারটে নাগাদ সেখানে তার পৌঁছনোর কথা। অক্সফোর্ড এবং অস্ত্রজেনিকার তৈরি ভ্যাকসিন সম্পর্কে বিশদে খোঁজখবর নেবেন। ভারতের বাজারে আসার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে এই ভ্যাকসিন।

বেশ কয়েকদিন ধরে ভারতে বিভিন্ন শহরে আবার করো না প্রকোপ বাড়ছে। শুরু হয়েছে নতুন করে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে করনা ভ্যাকসিন বাজারে আসার অপেক্ষা করছে কেন্দ্র সরকার। কিছুদিন আগে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়। তবে সেখানে যে আলোচনা হয়েছে তাতে খুব দ্রুত ভ্যাকসিন আসার কোনো খবর নেই। ভ্যাকসিন এলে যাতে দ্রুত ভারতের বাজারে তা বণ্টন হতে পারে তার জন্য সমস্ত পরিকল্পনা করে রেখেছে কেন্দ্র।