এক নজরে

#RussiaUkraine: জেলেনস্কিকে ফের ফোন মোদীর

By admin

March 08, 2022

কলকাতা ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে ফিরেছেন ভারতীয় পড়ুয়ারা। উদ্ধারকার্যে সবরকমভাবে সহায়তা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানাতে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দু’জনের মধ্যে ৩৫ মিনিট কথা হয়। জানা গিয়েছে, সুমিতে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধার নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে।

এদিন দুপুর ১২টা নাগাদ জেলেনস্কিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আধঘণ্টার বেশি সময় ধরে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে কথা হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সুমি সীমান্তে হোস্টেলে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্যও ইউক্রেন প্রেসিডেন্টের সাহায্য চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর কেটে গিয়েছে ১২ দিন। ইতিমধ্যে দু’বার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মোদী। প্রথমবার ২৪ তারিখ রাতে এবং দ্বিতীয়বার ২ মার্চে। দুবারই সাম্প্রতিক পরিস্থিতি এবং আটকে পড়া ভারতীয়দের উদ্ধার নিয়ে আলোচনা হয়। এবারও তার অন্যথা হল না।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার যুদ্ধ বনধে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। ভারতের ইউক্রেনীয় রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যুদ্ধ বনধে পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন। যদিও ভারতের সমর্থন এখনও খানিকটা হলেও রাশিয়ার দিকে ঝুঁকে রয়েছে। এখনও কোনও আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত সরকার। রাশিয়ার বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞাও জারি করেনি নয়াদিল্লি।