কলকাতা ব্যুরো: শুক্রবার বেলা ১১ টায় আবার তিনি আসবেন টিভির সামনে। টিভির সামনে দাঁড়িয়ে ১৩৫ কোটি ভারতবাসীকে তিনি জানাবেন, একবিংশ শতাব্দীতে দেশের স্কুল শিক্ষা প্রসঙ্গে। যা সম্প্রতি ঘোষিত জাতীয় শিক্ষা নীতির অংশ।
এই মর্মে বৃহস্পতিবার টুইট করে দেশবাসীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার টুইটের পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং আরো বেশি করে সমালোচনাও।
প্রশ্ন উঠছে, যেখানে কোভিড পরিস্থিতিতে গত ছ’মাস ধরে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে শিক্ষাব্যবস্থা, সেখানে বর্তমান অবস্থায় শিক্ষাক্ষেত্রে দিশা দেখানোর বদলে, জাতীয় শিক্ষা ব্যবস্থার ভবিষ্যত নিয়ে তার বক্তব্য রাখা কতটা বাস্তববোধ সম্পন্ন হওয়ার পরিচয়।

Share.
Leave A Reply

Exit mobile version