কলকাতা ব্যুরো: তিনদিনের আমেরিকা সফর শেষে রবিবারই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দেশে ফিরেই ‘মন কি বাতে’র মাধ্যমে দেশবাসীর সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী। রবিবার ৮১তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে ‘নদী উৎসব’ পালনের আবেদন করেন প্রধানমন্ত্রী।
এদিন মোদী মন কি বাতে বার্তা দেন, দেশের নদীগুলিকে দূষণমুক্ত করতে হবে। উল্লেখ্য আজ ‘বিশ্ব নদী দিবস’। তাই বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশজুড়ে সকলকে ‘নদী উৎসব’ পালনের আবেদন জানালেন। মোদী বলেন, আজকের দিনে সবার মনে করা উচিত কীভাবে দেশের নদীগুলির নিঃস্বার্থ ভাবে জল প্রদান করে আমাদের। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এটি সেই ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপনের সঙ্গে সম্পর্কিত যার সাথে আমরা বিগত বেশ কয়েক শতাব্দী ধরেই যুক্ত।’
প্রসঙ্গত, দেশের নদীগুলিকে দূষণমুক্ত করতে ‘নমামি গঙ্গে’ শুরু করা হয়েছিল। এই প্রকল্পের অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে মোদী একটি নিলামের কথা দেন। একটি ওয়েবসাইটে তাঁকে পাঠানো উপহারগুলি নিলামে বিক্রি করে পাওয়া অর্থ যাবে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে।