কলকাতা ব্যুরো : তৃণমূল নেতার ঘরে এবার ইডির নোটিস পৌঁছল। কলকাতার পুর প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রসূন ব্যানার্জি ও মদন মিত্রকে ইডি নোটিশ পাঠিয়েছে। যদিও ববি হাকিম বলেছেন, এটা পার্ট অফ দা গেম। আমরাও গেম হিসেবে নিচ্ছি। ওদের কাজ ওরা করছে। আমাকে যেতে বললে যাবো। তদন্তে সহযোগিতা করব। ওরা ভোতা অস্ত্র চালাচ্ছে। আমরাও আমাদের অস্ত্র চালাবো। আমাদের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন।

মৌখিকভাবে প্রসূন ব্যানার্জি অবশ্য সমন পাওয়ার কথা স্বীকার করেননি। ই ডি ওই তিন নেতার আয়-ব্যয়ের হিসাব জানতে চেয়েছে। ২০১৬ সালে নারোদা নিউজ একটি স্টিং ভিডিওর মাধ্যমে গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল। সেবার বিধানসভা ভোটের আগে একটি স্টিং অপারেশন নিয়ে হইচই শুরু হয়। সেখানে বিভিন্ন নেতা মন্ত্রী এবং পুলিশ অফিসার টাকা নিচ্ছে বলে দেখানো হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতি তথা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে সেই সময় গ্রেফতার হন এস এম এস এইচ মির্জা। এই স্টিং অপারেশন চালিয়েছিলেন সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল।
প্রসঙ্গত উল্লেখযোগ্য নারদ কান্ডে ভিডিও এ দেখা যাওয়া তৃণমূলের নেতা মন্ত্রীদের ফরেনসিক পরীক্ষা হয়। সিবিআই এখন তার তদন্ত করছে। গত বছর থেকে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো নেতা নেত্রীদের নিজাম প্যালেস এ ডেকে তাদের ভয়েস স্যাম্পল নিয়েছে সিবিআই। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে নারোদা কাণ্ডে জড়িত বেশকিছু তৃণমূল নেতার কাছে নোটিস পাঠানো হয়। তাদের ব্যাংকের আয় ব্যয়ের হিসেব, স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব জমা করতে বলা হয়েছিল ইডির পক্ষ থেকে।

জানা গিয়েছে, এবার আবার নোটিশ গেল তৃণমূল নেতাদের কাছে। সূত্রের খবর, যে সমস্ত নেতা- মন্ত্রীর ছবি দেখা গিয়েছিল ভিডিও ফুটেজে তাদের সকলের কাছেই নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছে ইডি।