এক নজরে

শুক্রবার ফয়সালা না হলে সুপ্রিমে নারদ মামলা !

By admin

May 20, 2021

কলকাতা ব্যুরো: দেশজুড়ে নজরে থাকা নারোদ মামলার শুনানি বৃহস্পতিবার হলোই না কলকাতা হাইকোর্টে। এদিন দুপুর দুটোয় ওই মামলার শুনানি হওয়ার কোথায় ছিল হাইকোর্টে। কিন্তু বেলা সাড়ে ১১ টা নাগাদ হাইকোর্টে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কোন এক কারনে আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। সে ক্ষেত্রে চার জনের জামিন মামলার শুনানি কবে হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়।

কিছু সময় পরেই ধৃত মদন মিত্রের আইনজীবী হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে লিখিতভাবে আবেদন করেন, এই মামলার শুনানির জন্য বিকল্প বেঞ্চের ব্যবস্থা করতে। এই মামলায় অন্য ধৃত ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীরাও বিকল্প বেঞ্চের আবেদন করেন। কিন্তু হাইকোর্ট সূত্রে খবর, তাদের ওই আবেদন মঞ্জুর হয়নি। শুক্রবার বেলা ১১ টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বসবে। সেখানে ধৃত চারজনের আবেদনের পাশাপাশি সিবিআইয়ের তরফে দায়ের করা মামলা স্থানান্তরের আবেদন শুনানি হবে।

গত সোমবার থেকে এমন একটি হাইপ্রোফাইল এবং স্পর্শকাতর মামলা কার্যত ঝুলে রয়েছে হাইকোর্টে। এদিন হঠাৎ করেই প্রধান বিচারপতির বেঞ্চ না বসার কারণ হিসেবে তাঁর পারিবারিক কিছু বিপর্যয়ের কথা উঠে আসছে হাইকোর্ট সূত্রে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিনদাল চণ্ডীগড়ে তার বাড়িতেই রয়েছেন। গত কয়েকদিন ধরে কলকাতা হাইকোর্টের মামলার ভার্চুয়াল শুনানিতে অংশ নিচ্ছেন সেখান থেকেই। তার সহযোগী বিচারপতি অরিজিৎ ব্যানার্জি কলকাতায় বাড়ি থেকেই শুনানিতে অংশ নিচ্ছেন। এদিন বেঞ্চ না বসায় হতাশ হলেও আইনজীবীরা এ নিয়ে খুব বেশি মুখ খোলেননি। যদিও শুক্রবার এই মামলায় কোনো ফয়সালা না হলে অভিযুক্তদের আইনজীবীরা কি করবেন, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ গত সোমবার সন্ধ্যায় নিম্ন আদালত জামিন দেওয়ার পরে রাত সাড়ে দশটায় যেভাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে জামিনের আবেদন স্থগিত করে দেয় এবং তারপর থেকে দীর্ঘ কয়েকশো ঘন্টা ধৃতরা জেল হেফাজতে রয়েছেন, এই অবস্থায় শনি এবং রবিবার কোনো সিদ্ধান্ত না হলে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারেন অভিযুক্তদের কেউ কেউ।