এক নজরে

নমামি গঙ্গে প্রকল্পে আজ উত্তরাখণ্ডে ছয় নির্মাণের উদ্বোধন প্রধানমন্ত্রীর

By admin

September 29, 2020

কলকাতা ব্যুরো: উত্তরাখণ্ডে নমামি গঙ্গা মিশন প্রকল্পে আজ ছটি মেগা প্রজেক্ট এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১ টায় তিনি জল জীবন মিশন প্রকল্পের লোগো উদ্বোধন করবেন। পানি সমিতি নামে প্রকল্পের গাইডলাইনও আজ প্রকাশ হওয়ার কথা তার হাত দিয়ে।

উত্তরাখণ্ড হরিদ্বারে এই প্রকল্পের জন্য জাগজীত পুরো এলাকায় এবং সরাই এলাকায় বিশাল প্রজেক্ট তৈরি হয়েছে। আজ ৬৮ এমএলডি প্রজেক্টর কাজের সূচনা হবে। একইসঙ্গে হরিদ্দার হৃষীকেশ অঞ্চলের ৮০% অব্যবহৃত জল গঙ্গা য় ফেলা হবে। একটি সয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আবার ঝড় পানি এলাকায় একটি জল প্রকল্প উদ্বোধন করার কথা তার। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এন্ড ওয়াইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে রোয়িং ডাউন ডি গাঙ্গেস নামে একটি বইও আজ উদ্বোধন করা হবে।